Home পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে করোনাজয়ী ৩ লাখ ছাড়াল

পশ্চিমবঙ্গে করোনাজয়ী ৩ লাখ ছাড়াল

by Shohag Ferdaus
৯ কোটি

ভারতের পশ্চিমবঙ্গে মহামারি করোনাভাইরাস থেকে সুস্থতার সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। ২৪ অক্টোবর শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৫৩ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ৩৪০ জন। পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩৬ হাজার ৮০৭ জন।

এ দিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩ লাখ ৪৫ হাজার ৫৭৪ জন।

এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন উত্তর ২৪ পরগনায় ৮৯৬ জন। কলকাতায় এদিন আক্রান্তের সংখ্যা ৮৯৫। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে সংক্রমণের সংখ্যা দুশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা হল ৬ হাজার ৪২৭ জন। এ দিন কলকাতায় ১৯ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৪ জন। এ ছাড়াও হুগলিতে ৫ জন, নদিয়ায় ৪ জন, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like