Home সারাদেশ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

by Newsroom
৪ জন নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক দম্পতিসহ একই পরিবারের ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ২১ আগস্ট শুক্রবার সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে একটি বাস চাপাদিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন (৫৪), তার স্ত্রী একই স্কুলের সহকারি শিক্ষক শিউলি খাতুন (৪২), নিহত আল আমিনের বাবা মো. সোহরাব আলী (৭৫), ও মা সালেহা বেগম (৭০)।

এ দুর্ঘটনায় শিক্ষক আল আমিনের বোন হাজেরা বেগম ও অটোরিক্সার চালক ফেরদৌস তরফদার গুরতর আহত হয়। এ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ভূঞাপুর উপজেলা সদর থেকে আল আমিন তার পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে শহরের দিকে ঢোকার পথে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দেয়।

এদিকে ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে গেছে বলে জানা যায়।

ভয়েস টিভি/টিআর

You may also like