Home সারাদেশ লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: গ্রেফতার আরও ৪

লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: গ্রেফতার আরও ৪

by Shohag Ferdaus

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহীদুন্নবী জুয়েলকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট গ্রেফতার হলেন ২৯ জন।

৮ নভেম্বর রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আলোচিত জুয়েল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মাহমুদুন্নবী।

৭ নভেম্বর শনিবার সকালে আলোচিত এ তিন মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটরকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। একই দিনগত রাতে বুড়িমারী পাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

এদের মধ্যে নয় জনকে রিমান্ডে নেয়া হয়েছে। শনিবার দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় এ পর্যন্ত মসজিদের খাদেমসহ ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।

ভয়েস টিভি/এসএফ

You may also like