Home বিশ্ব ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছুঁইছুঁই

ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছুঁইছুঁই

by Shohag Ferdaus

ভারতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৯৪৪ জনের। এনিয়ে দেশটিতে ৪৯ হাজার ৯৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আর ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাাসে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৪৯০ জন। এতে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭ লক্ষ ৪৬ হাজার ৬০৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এতে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

তবে সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় খানিকটা হলেও স্বস্তি মিলেছে। দেশে করোনা আক্রান্ত ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জনের মধ্যে এখনও পর্যন্ত ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এতে দেশটিতে এই মুহূর্তে মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪ জন।

সংক্রমণ ও মৃত্যু, দুইয়ের নিরিখেই শুরু থেকে দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখন পর্যন্ত ওই রাজ্যের ৫ লক্ষ ৮৪ হাজার ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে এখন পর্যন্ত ৩ লক্ষ ৩২ হাজার ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে দেশটিতে করোনায় মুত্য প্রায় ৫০ হাজার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। করোনার টিকা নিয়ে তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/এসএফ

You may also like