Home সারাদেশ এক কাতলের দাম ৫১ হাজার

এক কাতলের দাম ৫১ হাজার

by Shohag Ferdaus
কাতলের

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের ধরা পড়েছে ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে মাছটি ১৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করা হয়।

২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জয়নাল সরদার নামে এক জেলের জালে মাছটি ধরা পরে। মাছটি বিক্রির উদ্দেশ্যে নদী তীরে আনলে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।

মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জয়নাল সরদারের জালে বড় ওই কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনলে দুলালের আড়ত থেকে ডাকের মাধ্যমে ১৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কিনে ১৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like