Home সারাদেশ শিশু হত্যার রায় এলো ৮ বছর পর, ৫ জনকে আমৃত্যু কারাদণ্ড

শিশু হত্যার রায় এলো ৮ বছর পর, ৫ জনকে আমৃত্যু কারাদণ্ড

by Shohag Ferdaus
কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকার শিশু আরিফুলকে হত্যা মামলায় ৫ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় দুই জনকে খালাস দেয়া হয়েছে।

৩১ মার্চ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন প্রতিবেশী গোলজার রহমান খন্দকার, সাহেব খন্দকার, হারুন খন্দকার, ফরিদুল খন্দকার ও জরিদুল ইসলাম খন্দকার ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে জমি নিয়ে বাকি মিয়ার সঙ্গে পাশের বাড়ির গোলজার রহমান খন্দকারের সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা বাকি মিয়ার ১৩ বছরের শিশু পুত্র আরিফুল ইসলামকে মারধর করে। এতে শিশু আরিফুলের মাথায় রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত আরিফুলের বাবা বাকি মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন ।

ভয়েস টিভি/এসএফ

You may also like