4
চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৫ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও এক ইন্সপেক্টরকে বদলী করা হয়েছে।
১৯ জানুয়ারি সোমবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এক আদেশে তাদের অন্যত্র বদলী করেন। বদলীর বিষয়টি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
যাদের বদলী করা হয়েছে তারা বলেন- বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতয়ালী থানার ওসি, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানার ওসি, চকবাজার থানার ওসি মোহাম্মদ রুহুল আমিনকে বাকলিয়া থানার ওসি, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমার খোন্দকারকে চকবাজার থানার ওসি, ডিবি উত্তরের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার ওসি ও ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাসকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ভয়েস টিভি/ডিএইচ