Home জাতীয় দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট জানুয়ারিতে

দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট জানুয়ারিতে

by Newsroom

দ্বিতীয় ধাপে প্রায় ৬০ পৌরসভায় মধ্য জানুয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এরমধ্যে প্রায় অর্ধেক পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে হবে বলেও জানান তিনি।

২৯ নভেম্বর রোববার বিকালে নির্বাচন কমিশনের ৭৩তম  সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার- সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এরইমধ্যে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তফসিল দেওয়া হয়েছে।সবমিলিয়ে চার ধাপে ১৯৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, আর তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট মধ্য জানুয়ারি, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।

এ সময় তিনি আরও জানান, শীতের দিন হওয়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। শিগগির দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হবে। বাকি ধাপগুলোর তফসিলও যথাসময়ে দেয়া হবে।

আজকের কমিশন বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সচিব জানান, সভায় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি’র নিবন্ধন বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

ইসিতে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত থাকতে যেসব শর্ত পূরণ করতে হয়, পিডিপি তার বেশিরভাগই পূরণ করতে পারেনি। যে কারণে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like