Home বিশ্ব ভারতে করোনা আক্রান্ত ৬০ লাখ ছুঁইছুঁই

ভারতে করোনা আক্রান্ত ৬০ লাখ ছুঁইছুঁই

by Shohag Ferdaus
ভারতে করোনা

করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতোমধ্যে ব্রাজিলকে টপকে করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। দেশটিতে করোনা শনাক্তের নমুনা পরীক্ষায় জোর দিয়ে সরকার। গত ৯ দিনে এক কোটিরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। ভারতে দৈনিক সংক্রমণ গড়ে ৮০ হাজারেরও বেশি। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৮৮ হাজারের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে মোট আক্রান্ত ৬০ লাখ ছুঁইছুঁই করছে।

করোনা পরিস্থিতি নিয়ে ২৭ সেপ্টম্বর রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এদিন আরও ৮৮ হাজার ৬০০ মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৩৩ জনে।

আরও পড়ুন: করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন।

সবশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ১ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি দাঁড়িয়েছে ৯৪ হাজার ৫০৩ জনে। মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেখা গেছে, নতুন আক্রান্তের ৭৫ ভাগই দশটি রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলের। সেগুলো হলো- মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, উড়িষ্যা, দিল্লি, পশ্চিম বঙ্গ ও ছত্তিশগড়।

ভয়েস টিভি/এসএফ

You may also like