Home জাতীয় ৬ জেলায় ফের শৈত্যপ্রবাহ

৬ জেলায় ফের শৈত্যপ্রবাহ

by Amir Shohel
সর্বনিম্ন

মাঘ মাসের শেষ সপ্তাহ চলছে এখন। মাঝে দুদিন দেশে তাপমাত্রা বেড়েছিল। এখন আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা বয়ে যাচ্ছে ছয়টি জেলার উপর দিয়ে। তবে এবারের তীব্রতা মাসের শুরু দিকের চেয়ে কম।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বুধবারও অব্যাহত থাকবে। তবে শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় বুধবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকতে পারে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।

বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা কিছুটা পরিবর্তনের আভাসও রয়েছে।

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। কুয়াশার কারণে নদীবন্দরে নেই কোনো সতর্কতা সংকেতও।

ভয়েসটিভি/এএস

You may also like