Home বিশ্ব করোনা টিকার ৭৫ ভাগই দশ দেশের দখলে

করোনা টিকার ৭৫ ভাগই দশ দেশের দখলে

by Shohag Ferdaus

বিশ্বে উৎপাদিত করোনা প্রতিরোধ ভ্যাকসিনের ৭৫ ভাগই মাত্র ১০টি দেশের দখলে রয়েছে। সেই সঙ্গে বিশ্বের ১৩০টি দেশ এক ডোজ ভ্যাকসিনও পায়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভ্যাকসিনের এই বণ্টনকে ‘চরম অসম ও অন্যায্য’ বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বের ৭৭০ কোটি মানুষকে কোভিড-১৯ প্রতিরোধী টিকা দেয়া বিশাল এক চ্যালেঞ্জ।

পৃথিবীর ২২১টি দেশ ও অঞ্চলের ১১ কোটি মানুষ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৪ লাখেরও বেশি মানুষের। বিশ্বে উৎপাদিত ভ্যাকসিনের ৭৫ ভাগই মাত্র ১০টি দেশের দখলে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব।

১৭ ফেব্রুয়ারি বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন ‘এই কঠিন মূহূর্তে ভ্যাকসিন সমতাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।’ সব দেশে ভ্যাকসিনের ন্যায্য বণ্টন নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈশ্বিক ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় ১৭ কোটি টিকার ডোজ দেয়া হয়েছে । বর্তমানে দশটি টিকা মানুষের মধ্যে প্রয়োগ করার জন্য বিভিন্ন দেশ ও অঞ্চল অনুমতি দিয়েছে, এর মধ্যে সাতটি টিকা সবেচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে । এগুলো হলো ফাইজারের টিকা, অক্সফোর্ডের টিকা, মডার্না আর সিনোফার্মের টিকা, স্পুটনিক’ ভি এবং সিনোভ্যাক টিকা। বাংলাদেশে এখন পর্যন্ত শুধুমাত্র অক্সফোর্ডের টিকা প্রয়োগ করছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকা নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির প্রায় ৫ কোটি ৬৪ লাখ লোককে টিকা দেয়া হয়েছে। এরপর চীন ৪ কোটি ৫২ লাখ, যুক্তরাজ্য ১ কোটি ৫১ লাখ, ভারত ৮২ লাখ, ইসরায়েল ৬৩ লাখ, ব্রাজিল ৫১ লাখ, সংযুক্ত আরব আমিরাত ৫০ লাখ ডোজ টিকা দিতে পেরেছে ।

এদিকে জনসংখ্যার বিচারে প্রতি ১০০ জন লোকের বিপরীতে টিকার ডোজের হার বিবেচনা করলে সবচেয়ে এগিয়ে ইসরায়েল। যার হার ৭২.৬, এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত ৫০.৬, যুক্তরাজ্য ২২.১, যুক্তরাষ্ট্র ১৫.১, বাহরাইন ১৪.২, জার্মানি ৪.৭, তুরস্ক ৪.৪, চীন ২.৮, রাশিয়া ২.৭, ব্রাজিল ২.৪ এবং ভারত ০.৬।

আরও পড়ুন: খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী

ভয়েস টিভি/এসএফ

You may also like