Home সারাদেশ সাভারে সাড়ে ৮ হাজার কেজি চোরাই তার উদ্ধার

সাভারে সাড়ে ৮ হাজার কেজি চোরাই তার উদ্ধার

by Shohag Ferdaus
ইলেকট্রিক তার

সাভারে মধুমতি মডেল টাউন এলাকা থেকে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তারসহ চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, চারটি কাটার ও একটি ওয়েট মেশিন।

১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকা থেকে পিকআপ ভর্তি এসব চোরাই তার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- গাজীপুর জেলার এমদাদুল ইসলাম (৩৬), পাবনা জেলার মো. নাসির (২৬) ও ভোলার লোকমান হোসেন (৫৩)।

র‌্যাব জানায়, গতকাল রাতে কিছু অসাধু লোক চোরাই ইলেকট্রিক তার বিক্রির উদ্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালায় র‌্যাব। এসময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থেকে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার চুরির কাজে ব্যবহৃত চারটি কাটার ও একটি ওয়েট মেশিনসহ পিকআপ ভ্যানটি।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান থেকে ইলেকট্রিক তার চুরি করে সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like