Home জাতীয় রাতভর হেলিক্প্টারে টহল : ডুবানো হয়েছে ৯৪টি ট্রলার

রাতভর হেলিক্প্টারে টহল : ডুবানো হয়েছে ৯৪টি ট্রলার

by Newsroom
৯৪টি ট্রলার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ১৯ অক্টোবর সোমবার রাতভর পদ্মা নদীতে টহল দিয়েছে হেলিকপ্টার। টহলের মধ্যদিয়ে মাছ ধরার ৯৪টি ট্রলার জব্দ করা হয়।

অভিযান শেষে সবকটি ট্রলার ডুবিয়ে দিয়েছেন নৌ-পুলিশ সদস্যরা। এই ঘটনায় চারজন জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবীর জানান, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আকাশ পথে অভিযানে অংশ নেয়। এ সময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার জব্দ ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এই ঘটনায় চারজন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like