Home সারাদেশ পাহাড়ে দিক হারিয়ে ৯৯৯ এ কল, হেলিকপ্টারে উদ্ধার

পাহাড়ে দিক হারিয়ে ৯৯৯ এ কল, হেলিকপ্টারে উদ্ধার

by Shohag Ferdaus
হেলিকপ্টারে উদ্ধার

কক্সবাজারের দুর্গম পাহাড়ে আটকা পড়া ৪ যুবককে উদ্ধার করলো বিমান বাহিনী। ৯৯৯-এ ফোন পেয়ে হেলিকপ্টার নিয়ে তাদেরকে হিমছড়ির দরিয়ানগর পাহাড় থেকে উদ্ধার করা হয়।

১৯ ডিসেম্বর শনিবার শেষ বিকেলে ঘটেছে এমন ঘটনা। যুবকরা সবাই কক্সবাজারের বাসিন্দা। এদের মধ্যে দু’জন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। আর বাকি দু’জন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পাহাড় থেকে উদ্ধার হওয়া যুবকরা হলেন, কক্সবাজার শহরের ঘোনার পাড়ার অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।

জানা গেছে, কক্সবাজার শহরের বাসিন্দা চার সহপাঠী যুবক শনিবার সকালে হিমছড়ি পাহাড় দেখতে যান। তারা চার বন্ধু এক পর্যায়ে কলাতলি দরিয়ানগর এলাকা দিয়ে হিমছড়ি পাহাড়ে আরোহণ করেন।

এ বিষয়ে কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিজানুল হক জানিয়েছেন, অ্যাডভেঞ্চারে যাওয়া যুবকরা হিমছড়ির কয়েকটি পাহাড় ঘুরে সমতলে নামার পথ খুঁজে না পেয়ে আটকে পড়ে। তারা নির্জন পাহাড়ে ভয়ভীতির মুখে পড়ে এক পর্যায়ে ৯৯৯ নম্বরে মোবাইল করে সাহায্য প্রার্থনা করেন।

৯৯৯ থেকে খবর পেয়ে ফাঁড়ির পুলিশ যথারীতি ভ্রমণকারীদের উদ্ধারে যান। কিন্তু পুলিশও কোনোভাবে সুউচ্চ পাহাড় থেকে তাদের সমতলে নামিয়ে আনার উপায় খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত খবর দেয়া হয় বিমান বাহিনীকে।

কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনার রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশীদ এ বিষয়ে বলেন, শনিবার বিকেলে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনীর উদ্ধারকারী দলের পক্ষ থেকে ওই যুবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।

সেই সঙ্গে মোবাইল ট্রাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে তাদের পাহাড় থেকে উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে উদ্ধার হওয়া যুবকদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: ৯৯৯-এ পথচারীর ফোন, হারানো শিশু ফিরে পেলো মা

ভয়েস টিভি/এসএফ

You may also like