Home অপরাধ ভুইফোঁড় ঠিকাদারের যোগসাজসে ত্রাণের টিন ক্রয়!

ভুইফোঁড় ঠিকাদারের যোগসাজসে ত্রাণের টিন ক্রয়!

by Roman Kabir

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের ২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার ঢেউটিন সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জয় এন্টারপ্রাইজ নামের একটি ভুইফোঁড় ট্রেড লাইসেন্স সর্বস্ব অস্তিত্ববিহীন কোম্পানির কাছ থেকে নির্ধারিত স্পেসিফিকেশন উপেক্ষা করে নিম্নমানের ৮০৫ টন ঢেউটিন ক্রয় করা হয়েছে।

ঢাকা সি এস ডি গোডাউনে আগামী রবিবার ২৭ মার্চ থেকে এ টিন সরবরাহ করার সমস্ত আয়োজন সম্পূর্ণ করা হয়েছে বলেও জানা গেছে।

জানা যায়, ত্রাণ অধিদপ্তরের কিছু অসাধু কর্তৃপক্ষের অনিয়ম এবং দূর্নীতিতে পড়ে নাকাল হয়ে দেশের স্বনামধন্য কোম্পানিগুলি দরপত্রে অংশগ্রহণ না করে মুখ ফিরিয়ে নেয়। এ সুযোগে চিহ্নিত জামায়াত নেতা যুদ্ধাপরাধী খন্দকার রব সিন্ডিকেটের নিয়ন্ত্রিত উক্ত ভুইফোঁড় জয় এন্টারপ্রাইজ যার নামে ব্যাংকে কোন লিমিট না থাকলেও ১৫ কোটি টাকার লাইন অব ক্রেডিট প্রদান করেছিলো, যা ছিলো সম্পূর্ণ ভূয়া।

গোজামিলের আশ্রয় নিয়ে দুর্নীতির নেপথ্য কারিগর যুদ্ধাপরাধী রব প্রতি টন টিন আকাশ ছোঁয়া মুল্যে প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকায় নামমাত্র দরপত্রে অংশগ্রহণ করে তড়িঘড়ি করে ১৫ কোটি টাকার কার্যাদেশ হাতিয়ে নেয়।

আগামী রবিবার থেকে উক্ত নিম্নমানের ঢেউটিন ঢাকা তেজগাঁওয়ের সি এস ডি গোডাউনে গুদামজাত করে গরীবের জন্যে সরকারের বরাদ্দকৃত বিপুল অংকের টাকা লোপাটের সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছে বলে  অভিযোগ পাওয়া গেছে।

ভয়েসটিভি/আরকে 

You may also like