Home সারাদেশ করোনা সনাক্তে মাগুরায় চালু করা হয়েছে কন্ট্রাক ট্রাকিং পোস্ট

করোনা সনাক্তে মাগুরায় চালু করা হয়েছে কন্ট্রাক ট্রাকিং পোস্ট

by Newsroom

ভয়েজ ডেস্ক: মাগুরা জেলার প্রবেশ মুখেই গড়াই সেতু পার হয়ে শ্রীপুর উপজেলার ওয়াবাদা বাজারের কামারখালী ব্রিজ এলাকায় চালু করা হয়েছে কন্ট্রাক ট্রাকিং পোস্ট । করোনা ভাইরাসের ঝুঁকিএড়াতে গুরুত্বপূর্ণ এই সড়কে এই ট্রাকিং পোস্ট চালু করে  সেনাবাহিনী। কারণ এই জেলার ওপর দিয়েই আশপাশের ১০ জেলার মানুষের চলাচল।  ঢাকা ও বরিশাল বিভাগের গাড়ি খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে যাতায়াতের জন্য এই পথটিও ব্যবহার করে অনেকে।

সেনাবাহিনীর কারিগরীসহ সযোগিতায় এটি স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫পদাতিক আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাহাসেনুল বাকি। উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলম, লে. কর্নেল আতিফসহ অনেকে। তারা মনে করেন এই পোষ্ট করোনা রোগী সনাক্তসহ করোনা প্রতিরোধে ভুমিকা রাখবে।

এই ট্রাকিং পয়েন্ট দিয়ে যাবার সময় স্বাস্থ্য ক্যাম্পে প্রত্যেকের তাপমাত্রাসহ করোনার উপসর্গ পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট করোনা পজেটিভ হলে মোবাইলের এস এম এসের মাধ্যমে পেয়ে যাবে সবাই।

You may also like