Home জাতীয় সাড়া ফেলেছে ‘কাঁচা বাদাম’ ও ‘পুষ্পা’ ড্রেস

সাড়া ফেলেছে ‘কাঁচা বাদাম’ ও ‘পুষ্পা’ ড্রেস

by Shohag Ferdaus

‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি তারকা বনে গেছেন ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এই গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভাইরাল হন। ঈদ সামনে রেখে নারীদের জন্য বাজারে এসেছে সেই ‘কাঁচা বাদাম’ থ্রিপিস।

শুধু কাঁচা বাদামই নয়, বিখ্যাত তেলেগু সিনেমা ‘পুষ্পা’র নামের সঙ্গে মিল রেখে ঈদের বাজারে নারীদের জন্য এসেছে ‘পুষ্পা’ থ্রিপিস।

ছয়টি রঙের ‘কাঁচা বাদাম’ এবং বাহারি রঙের পুষ্পা থ্রিপিস ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে।

রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, পুরান ঢাকার বিভিন্ন মার্কেট ঘুরে পোশাকের এমন নামকরণ পাওয়া গেছে। এসব নাম বলে উচ্চ স্বরে ক্রেতা আকৃষ্ট করছেন বিক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, কাঁচা বাদাম গানটি বেশ জনপ্রিয়। তাই এই নামে পোশাকের ট্রেন্ড চালু করা হয়েছে। বিক্রিও ভালো। নামের কারণে থ্রি-পিস বিক্রি হচ্ছে বেশি। অনেকে না কিনলেও নাম শুনে দেখতে চাইছেন।

শুধু কাঁচা বাদামই নয়, বিখ্যাত তেলেগু সিনেমা ‘পুষ্পা’র নামের সঙ্গে মিল রেখে ঈদের বাজারে নারীদের জন্যে এসেছে ‘পুষ্পা’ থ্রি-পিস। ছবি: পিয়াস বিশ্বাস

পুরান ঢাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, লাল, নীল, কালো, সবুজসহ বাজারে ছয় ধরনের কাঁচা বাদাম থ্রিপিস এসেছে। এর মধ্যে কালো রঙের চাহিদা বেশি। মূল্য ৫৫০ থেকে ৭০০ টাকা।

কাঁচা বাদামের চেয়ে পুষ্পা থ্রিপিসের চাহিদা কম। বাজারে দুই ধরনের পুষ্পা থ্রিপিস এসেছে। দাম ৬০০ থেকে ৭০০ টাকা।

থ্রিপিসে কাঁচা বাদাম বা পুষ্পার মতো এমন অদ্ভুত নাম কেন, জানতে চাইলে খুচরা মার্কেটের বিক্রেতারা জানান, কাঁচা বাদাম থ্রিপিসের নামকরণ স্থানীয়ভাবে করা হয়নি। কাপড়ের মালিক, প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এই নাম দেয়া হয়েছে। তারা কোনো নামকরণ করেননি।

বিক্রি বাড়াতেই এমন নাম দেয়া হয়েছে কি না জানতে চাইলে তারা বলেন, বিষয়টি তেমন নয়। প্রতি ঈদেই এমন কিছু নামের ড্রেস আনা হয়। নাম শুনে ক্রেতারা আগ্রহী হয়ে ড্রেস দেখেন। কেউ কেউ আবার কেনেনও।

তারা বলেন, প্রতিনিয়ত ক্রেতারা নতুন পোশাক খোঁজেন। নতুন নাম দেখলে কেনার আগ্রহ আরও বাড়ে। বর্তমানে কাঁচা বাদাম গানটি বেশ জনপ্রিয়। এটার সঙ্গে মিল রেখে থ্রিপিসের নামকরণ করা হয়েছে। এতে ক্রেতাদের কেনার আগ্রহ বাড়ে।

ভয়েস টিভি/এসএফ

You may also like