Home ভিডিও সংবাদ অজ্ঞাত রোগে মারা যাচ্ছে কোরবানির পশু, আতঙ্কে খামারীরা

অজ্ঞাত রোগে মারা যাচ্ছে কোরবানির পশু, আতঙ্কে খামারীরা

by Newsroom
অজ্ঞাত রোগে মারা যাচ্ছে

রংপুর : রংপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে একশরও বেশি গরু। আসন্ন কোরবানির ঈদের আগে অজ্ঞাত রোগে গরু আক্রান্ত হওয়ায় চরম আতঙ্কে পড়েছে। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়লেও মৃত্যুও হয়েছে শতাধিক। প্রতিষেধক না থাকায় গরু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এই অঞ্চলের মানুষ।অনেকে পল্লী চিকিৎসককে মোটা অংকের টাকা দিয়েও কোনো চিকিৎসা পাচ্ছে না। এতে লোকসানের আশংকায় রয়েছে ঋণগ্রস্ত খামারীরা।

খামারীরা জানায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি। এই রোগে আক্রান্ত হলে প্রথমে গরুর তীব্র মাত্রার জ্বর আসে। পরে পুরো শরীরে গোটা উঠে ভরে যায়। শরীরের বিভিন্ন অঙ্গে পানি এসে খাওয়া বন্ধ করে দেয়।

এই রোগ ক্রমেই ছড়িয়ে পড়ায় হাটে সুস্থ গরুরও দাম পাচ্ছেন না গরু ব্যবসায়ীরা।এমন সময়ে সরকারি পশু চিকিৎসকদের পাশে না পাবার অভিযোগও রয়েছে খামারিদের।

রংপুর বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. মো. হাবিবুল হক জানান, খামারি এবং ক্রেতাদের আতংকিত না হয়ে সচেতন হবে। এ পর্যন্ত প্রায় এক লাখ গরুকে প্রতিষেধক ইনজেকশন দেয়া হয়েছে।

ভয়েসটিভি/রফিকুল/হ্যাপি/দেলোয়ার

You may also like