Home জাতীয় অবৈধ গ্যাস-বিদ্যুৎ লাইনকে দায়ী করলো তিতাস

অবৈধ গ্যাস-বিদ্যুৎ লাইনকে দায়ী করলো তিতাস

by Newsroom
অবৈধ গ্যাস

নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণের কারণ হিসেবে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধ বিদ্যুতের লাইন দায়ী বলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তিতাস গ্যাসের অনুসন্ধান কমিটি।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইনের উপর মসজিদ নির্মাণ করায় লাইনের ছিদ্র থেকে নির্গত গ্যাস মসজিদে জমে এ বিস্ফোরণ হয়। বিদ্যুতের লাইনও অবৈধ ছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করা করা হয়েছে।

মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গঠিত তিতাসের অনুসন্ধান কমিটি ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটিতে বলা হয়, মসজিদ কমিটি নিজ উদ্যোগে তিতাসের গ্যাস লাইন সরিয়ে পুরনো লাইন মাটি চাপা দেয়। পরে মসজিদ নির্মাণ করার সময় মাটি চাপা দেওয়া গ্যাস লাইনের পাইপের র‌্যাপিং ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে লিকেজ হয়ে গ্যাস মসজিদের এসি চেম্বারে জমে। তারপর বিদ্যুৎ চলে যাওয়ার পর বিকল্প লাইন চালু করায় শটসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে। মসজিদের বিদ্যুৎ সংযোগও অবৈধ ছিলো।

তিতাসের তদন্ত প্রতিবেদন নিয়ে বিকেলে সচিবালয়ে ব্রিফিং করে প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এসময় তিনি বলেন, এখনও প্রতিবেদন নিয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। তবে দায়িত্ববোধ থেকে কেউ এড়াতে পারবে না। এজন্য আমরা প্রাথমিক পর্যায়ে তিতাসের ৭ কর্মকর্তাকে ছাঁটাই করেছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির রিপোর্টে, মসজিদ কমিটির গাফিলতি ও রাজউকের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

গত ৪ সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনার একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like