Home ভিডিও সংবাদ অবৈধ ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান

অবৈধ ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান

by Amir Shohel
অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় কাঞ্চনা ফুলতলা হেলথ ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারকে জরিমানা করা হয়। এছাড়া পেশেন্ট বেড, অভিজ্ঞ ডাক্তার ও নার্স না থাকায় বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম.এ মজিদ ওসমানীকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আল-বশিরুল ইসলাম।

 

ভয়েসটিভি/এএস

You may also like