Home ভিডিও সংবাদ অযত্নে অবহেলায় খয়রাত হোসেন রেলস্টেশন

অযত্নে অবহেলায় খয়রাত হোসেন রেলস্টেশন

by Amir Shohel
নীলফামারী

অযত্নে অবহেলায় পড়ে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহোচর, ভাষা সৈনিক ও যুক্তফ্রন্ট সরকারের প্রাণী, মৎস্য ও খাদ্য বিষয়ক মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের নামে নামকরণ হওয়া ‘খয়রাত হোসেন রেলস্টেশন’।

জেলা সদরের সোনারায় ইউনিয়নের ওলটপাড়া গ্রামে অবস্থিত এই স্টেশনটি।

একসময় নীলফামারী ছাড়াও পার্শ্ববর্তী বীরগঞ্জ, খানসামা, পাকেরহাট এলাকার মানুষরা এই স্টেশন ব্যবহার করে সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি ও ভবানীপুর আসা যাওয়া করতো।

পাশাপাশি এখান থেকে আলু নিয়ে খুলনায় বিক্রি করতেন স্থানীয়রা। জাকজমকপূর্ণ এই স্টেশনটি এখন নাজুক অবস্থায় পড়ে রয়েছে।

স্টেশন মাস্টার, পোর্টাল, বিশ্রামাগার কক্ষ থাকলেও টিন শেডের এই স্টেশন অফিসটি ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে এখন। দীর্ঘ লাইনে টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠার চিত্র যেমন হারিয়ে গেছে তেমনি জীবন জীবিকাতেও প্রভাব পড়েছে স্টেশনটির অচলাবস্থায়।

স্থানীয়রা বলছেন, আগে আন্তঃনগর এবং লোকালসহ সব ট্রেন থামতো এখানে। এই স্টেশনের উপর দিয়ে চলতো দার্জিলিং মেইল ট্রেনও। বিভিন্ন স্থানের মানুষের আনাগোনা স্টেশন ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন স্থানীয়রা। বাজারটি যেমন সংকুচিত হয়েছে তেমনি উন্নতি ঘটেনি আশপাশের মানুষদের।

ভয়েসটিভি/এএস

You may also like