Home জাতীয় সিপিডির বক্তব্য আন্দাজ নির্ভর: অর্থমন্ত্রী

সিপিডির বক্তব্য আন্দাজ নির্ভর: অর্থমন্ত্রী

by Newsroom
অর্থমন্ত্রী

ঢাকা: বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর (সিপিডি) বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সিপিডির বক্তব্য আন্দাজ নির্ভর। তারা আমাদের তথ্য-উপাত্ত কাঁচামালের ব্যবসার মতো মনে করেন। সিপিডি যে প্রবৃদ্ধির কথা বলেছে সেটা কোন হিসাব ছাড়াই বলেছে।

১৭ আগস্ট সোমবার এক ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।

কনফারেন্সে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুন মুনিম এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তারা।

অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হবে। এ কথাগুলো আমি তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেছি। আমি প্রাক্কলন ৮ দশমিক ২ শতাংশ বলিনি। আর সিপিডি বলছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৫ শতাংশ। সিপিডি এটি আন্দাজের ওপর বলেছে। তারা তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেনি। সিপিডির প্রবৃদ্ধি প্রাক্কলন গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, গতকাল রোববার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সিপিডি মন্তব্য করে বলে দেশের জিডিপি প্রবৃদ্ধি এখন একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ হয়েছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে তথ্য দিয়েছে তাতে সন্দেহ প্রকাশ করে এ কথা বলছে সংস্থাটি। সিপিডির প্রতিক্রিয়া’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সিপিডি-র এসব মন্তব্যেরই সমালোচনা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like