Home জাতীয় বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ : প্রধানমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ : প্রধানমন্ত্রী

by Newsroom
শেখ হাসিনা

চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবসে গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধানমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ মুসলমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের। সবার রক্তে দেশ স্বাধীন হয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে এ দেশে অন্য ধর্মের মানুষদের অধিকার বঞ্চিত করা হবে- তা ঠিক নয়।

শেখ হাসিনা সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনা সভায় যোগ দেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like