Home জাতীয় অসুস্থ রওশনকে নেয়া হচ্ছে ব্যাংকক

অসুস্থ রওশনকে নেয়া হচ্ছে ব্যাংকক

by Amir Shohel
রওশন এরশাদ আইসিইউতে

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেয়া হচ্ছে। ৫ নভেম্বর শুক্রবার বিকেল ৫টায় এইচএস-ইএমজি (এয়ার অ্যাম্বুলেন্সে) বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে নেয়া হবে।

জাতীয় সংসদের সদস্য রাহুগির আলমাহি এরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন রাহুগির আলমাহি এরশাদ এমপি।

এর আগে ২৮ অক্টোবর বেগম রওশন এরশাদের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, দীর্ঘ দিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি।

তিনি আরও বলেন, চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেয়া হবে। চিকিৎসকরা বলেছেন, বেগম রওশন এরশাদ মূলত বাধ্যর্ক্যজনিত রোগে ভুগছেন।

ভয়েসটিভি/এএস

You may also like