Home অপরাধ রিমান্ডে শাহেদ ‘অসুস্থ’, বিএসএমএমইউতে ভর্তি

রিমান্ডে শাহেদ ‘অসুস্থ’, বিএসএমএমইউতে ভর্তি

by Shohag Ferdaus
সাহেদের

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম দুদকের সাত দিনের রিমান্ডের প্রথম দিন রাতেই অসুস্থ হয়ে পড়েন। ১৮ আগস্ট মঙ্গলবার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়েছে। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সাত দিনের রিমান্ডের মধ্যে প্রথম দিনের রিমান্ড শেষ হলে তাকে রমনা মডেল থানা হেফাজতে রাখা হয়। রিমান্ডের আগামী ছয় দিন তার সেখানেই থাকার কথা।

প্রবণ কুমার ভট্টাচার্য বলেন, রাতে সাহেদ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। তিনি সুস্থ হলে ফের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে সাত দিনের রিমান্ডে এনে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল পাঁচটায় সাহেদকে রমনা মডেল থানায় নেয়া হয়। তাকে আরও ছয় দিন জিজ্ঞাসাবাদ করা হবে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like