Home অর্থনীতি আউশ ধানের বাম্পার ফলন

আউশ ধানের বাম্পার ফলন

by Amir Shohel

ভোলায় এবার আউশের বাম্পার ফলন হয়েছে। তাই বিস্তীর্ন ফসলের ক্ষেতে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোলার চাষীরা। এ বছর কৃষি প্রণোদনা পেয়ে জেলায় আউশ ধানের ভালো আবাদ হয়েছে বলে খুশি চাষীরা। তাই উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের।

এ বছর কয়েক দফা বৃষ্টি ও বন্যাসহ প্রকৃতিক দুর্যোগ হলেও আউশ ধানের ফলন ভালো হওয়ায় অনেক খুশি ভোলার প্রান্তিক চাষীরা। এখন ক্ষেতের ধান পেকে যাওয়ায় কারো বসে থাকার সময় নেই। ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। পাকা ধান ঘরে তুলতে শুরুও করেছেন চাষীরা। বিগত বছরের চেয়ে এ বছর আরো বেশি লাভবান হওয়ার পাশাপাশি বাজার দামও ভালো পাবেন বলে আশা কৃষকদের।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক হরলাল মধু জানান, জেলার সাত উপজেলায় এ বছর ৯৮ হাজার ৭শ ৫৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ২২ হাজার ২শ কৃষকদের প্রনোদনা দিয়েছে কৃষি বিভাগ। প্রণোদনা পেয়ে অনেক বেশি উৎসাহ নিয়ে আউশ ধানের আবাদ হয়েছে।

তিনি আরও জানান, এরই মধ্যে ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৩৪ হাজার ৫শ ১১ মেট্রিক ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

ভয়েসটিভি/এএস

You may also like