Home ভিডিও সংবাদ ধামরাইয়ে ৭ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে

ধামরাইয়ে ৭ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে

by Newsroom

ঢাকা : ধামরাইয়ের শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইল মিলে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫ টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৫তম তলার ফেব্রিক্স স্টোরে বিপুল পরিমান ফেব্রিক্স থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া, তদন্তের পরে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায় গ্রাফিক্স টেক্সটাইল মিলের ৭তলা বিশিষ্ট এই ভবনের ৪র্থ তলার কাটিং সেকশনে রাত ১০টার দিকে হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ৪র্থ তলা থেকে ছড়িয়ে পড়ে ৫ম তলার ফেব্রিক্সের স্টোরে। এসময় কারখানা কর্তৃপক্ষ ধামরাই ফায়ার সার্ভিসে খবর দেয় এবং নিজেরা আগুন নেভাতে কাজ শুরু করে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ শুরু করে। সাথে আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ ও সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের আরো ১১টি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ততক্ষণে ৫তম তলার স্টোরে থাকা বিপুল পরিমান ফেব্রিক্স পুড়ে যায় । তবে তদন্ত ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এর আগে ২০১২ সালেও কারখানাটির ৪র্থ তলার স্টোরে আগুন লেগেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

ভয়েস টিভি/সাভার প্রতিনিধি/ডিএইচ

You may also like