Home জাতীয় আজও সৌদি টিকিট প্রত্যাশীদের ভিড়

আজও সৌদি টিকিট প্রত্যাশীদের ভিড়

by Newsroom
সৌদি অ্যারাবিয়ান

মহামারি করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা বিমানের টিকিটের জন্য আজও ভিড় করেছেন রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদিয়া এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান কার্যালয়ের সামনে।

ফিরতি টিকিট করে যারা দেশে এসেছেন, তাদের মধ্যে ২৩শ’ থেকে ২৭শ’ সিরিয়ালধারীদের টিকিট দিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স।

চৌঠা অক্টোবর থেকে নতুন করে আবার টোকেন দেয়া হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ায় চৌঠা অক্টোবর টোকেন নিয়ে টিকিট পেয়েও যাওয়া নিয়ে অনিশ্চয়তায় অনেকে।

এদিকে, মতিঝিলে বিমান অফিসের সামনে আজও রয়েছে টিকিট প্রত্যাশীদের ভিড়।

করোনা মহামারির কারণে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল। এই সময়ে ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় দুই লাখ প্রবাসী কর্মী। তাদের মধ্যে প্রায় ৮০ হাজার সৌদিপ্রবাসী ফিরতি টিকিট নিয়ে দেশে এসেছেন। কিন্তু করোনায় আটকে যান।

তিন দফায় সাত মাস তাদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ায় সৌদি সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর আকামার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সেই মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি। ভিসা ও কাজে ফেরার সময়সীমা (এক্সিট রি-অ্যান্ট্রি) বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ।

এছাড়া সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে ১ অক্টোবর থেকে সে দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like