Home অপরাধ আদালত অবমাননার মামলায় যেভাবে পার পেলেন আইনজীবী

আদালত অবমাননার মামলায় যেভাবে পার পেলেন আইনজীবী

by Newsroom
আদালত

ঢাকা: ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে প্রধান বিচারপতি ও বিচারবিভাগ নিয়ে অবমাননার ঘটনায় ক্ষমা চেয়ে পার পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। ২৩ আগস্ট রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করে রায় দেন।

ফেসবুকের বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিষয়টি নজরে নিয়ে ১২ আগস্ট তলবের পাশাপাশি মন্তব্যের কারণে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়েছিলেন আপিল বিভাগ। এর আগে ২০ আগস্ট ওই আইনজীবীকে ভার্চ্যুয়ালি হাজির থেকে জবাব দিতে বলা হয়।

আদালতের তলবে ওই তারিখে আপিল বিভাগে হাজির হয়ে ভার্চ্যুয়ালি নিঃশর্ত ক্ষমা চান আইনজীবী। সেই সাথে ভবিষ্যতে তিনি এ ধরনের অবমাননাকর কাজ থেকে নিজেকে বিরত রাখবেন বলেও জানিয়েছেন। পরে শুনানি শেষে আদালত এ বিষয়ে রায়ের জন্য ২৩ আগস্ট দিন রেখেছিলেন।

আদালতে মামুন মাহবুবের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ভয়েস টিভি/টিআর

You may also like