Home জাতীয় দুদক সচিব হলেন আনোয়ার হোসেন

দুদক সচিব হলেন আনোয়ার হোসেন

by Shohag Ferdaus
আনোয়ার হোসেন

খুলনা বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দুদকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ দিলওয়ার বখত আগামী ১৭ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

এদিকে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।

১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত ভূমি সচিব করা হয়।

২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

মাকছুদুর এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং টাঙ্গাইলের ডেপুটি কমিশনারের (ডিসি) দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: সভাপতি ছাড়াই চলছে বেরোবির অ্যাকাউন্টিং বিভাগ

ভয়েস টিভি/এসএফ

You may also like