Home জাতীয় আপাতত লকডাউন নয়, চালু থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান : স্বাস্থ্যমন্ত্রী

আপাতত লকডাউন নয়, চালু থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান : স্বাস্থ্যমন্ত্রী

by Amir Shohel

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন ঠেকাতে আপাতত লকডাউনের কথা চিন্তা করছে না সরকার। প্রতিরোধের ওপর জোর দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানও চালু থাকবে।

৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে করোনার নতুন ধরন ওমিক্রন ইস্যুতে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত টিকা ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।

এর আগে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন।

ভয়েসটিভি/এএস

You may also like