Home ভিডিও সংবাদ আমন চারার সংকটে বিপাকে কৃষকরা

আমন চারার সংকটে বিপাকে কৃষকরা

by Amir Shohel

কুড়িগ্রামে বন্যায় বীজতলা নষ্ট হয়ে দেখা দিয়েছে আমন চারার সংকট। তাই চড়া মূল্যে আমনের চারা কিনছে প্রান্তিক চাষীরা। বন্যার পানি নেমে গেলেও চারা সংকটে, নতুন করে ভোগান্তিতে পড়েছেন চাষীরা।

কুড়িগ্রামে দ্বিতীয় দফা বন্যায় রোপা আমনসহ ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বীজতলা নষ্ট হয়ে আমনের চারা এবং বীজের সংকট তীব্র হওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। রোপা আমনের চারার জন্য কৃষকেরা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় ছুটছেন। অনেকেই কিনছেন চরা দামে। আবার চড়া মূল্যে কিনতে না পেরে অনেকে জমি ফাঁকা ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। চড়া দামে বীজ কেনায় আগে বিঘা প্রতি খরচ হতো ৫/৭ হাজার টাকা।

এখন দ্বিগুণ মূল্যে আমন আবাদ করতে হচ্ছে কৃষকদের। যা ফলন উত্তোলনের পরে ন্যায্য মূল্য না পেলে অর্থনৈতিক সংকটে পড়ার আশংকা চাষীদের। আমন বীজতলা-১৪০৯ হেক্টর,আউশ ধান-৫২১৭ হেক্টর, শাকসবজি ৯৫৩ হেক্টর,পাট- ৯২৩৫ হেক্টর, তিল-৩০৫ হেক্টর, মরিচ-২০৫ হেক্টর,চিনা-১৪০ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে, কৃষি বিভাগের পক্ষ হতে বীজ, সার, কীটনাশকসহ সহায়তা না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষকদের।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ২৭ হাজার ৭৬১ জন হাজার কৃষককে সবজি বীজ বিতরণ করা হবে। এছাড়াও আমন চারা সংকট মোকাবেলায় ১০৫টি কমিউনিটি বীজতলা, শতাধিক ভাসমান বীজতলা এবং ১১২টি ট্রে বীজতলা প্রস্তুত করা হয়েছে। যা ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে বিতরণ করা হবে।

ভয়েসটিভি/এএস

You may also like