Home জাতীয় দেশে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৮৮৬

দেশে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৮৮৬

by Shohag Ferdaus
করোনা

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৮৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

২০ মার্চ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে মারা যাওয়া ২৬ জনকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। আর নতুন শনাক্ত এক হাজার ৮৮৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।

ভয়েস টিভি/এসএফ

You may also like