Home জাতীয় বন্ধ সিনেমা হল খুলতে আর্থিক সহায়তা দেয়া হবে: প্রধানমন্ত্রী

বন্ধ সিনেমা হল খুলতে আর্থিক সহায়তা দেয়া হবে: প্রধানমন্ত্রী

by Shohag Ferdaus
জাতিসংঘে

বন্ধ সিনেমা হলগুলো পুনরায় চালু করতে আর্থিকসহ নীতি সহায়তা দেয়া হবে বলে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ আগস্ট মঙ্গলবার একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভার চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন, বন্ধ সিনেমা হল পুনরায় হল মালিকেরা চালু করতে চাইলে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। তবে তার আগে প্রেক্ষাগৃহের মালিকদের আবেদন করতে হবে। বন্ধ সিনেমা হল বাঁচাতে সরকার আর্থিক ঋণ সহায়তার ব্যবস্থা করবে।’

এর আগে করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান।

তখন তিনি জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে ‘আগস্ট ১৯৭৫’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সিনেমাটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মাণ হয়। ৬ আগস্ট চলচ্চিত্রটির টিজার ও অফিসিয়াল পোস্টার রিলিজ শেষে ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। সিনেমা হলগুলো খুলে দিয়ে ইতিহাসভিত্তিক এই চলচ্চিত্রটি বাংলাদেশে ছড়িয়ে দিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like