Home ভিডিও সংবাদ আশ্রয়ন প্রকল্পে ৫শ’ পরিবারে স্থলে থাকছে দেড় হাজার পরিবার

আশ্রয়ন প্রকল্পে ৫শ’ পরিবারে স্থলে থাকছে দেড় হাজার পরিবার

by Newsroom

ভোলা : ভোলার মাঝের চরে আশ্রয়ন প্রকল্পে ৫শ পরিবারের থাকার ব্যবস্থা থাকলেও গাদাগাদি করে বসবাস করছে ভূমিহীন প্রায় দেড় হাজার পরিবার। এতে বসবাস ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি অপরিচ্ছন্ন হয়ে পড়েছে পরিবেশ। দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির সংকট। ১৯৯৬ সালে ঘর নির্মাণের পর আজো মেরামত না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চরের বড়াইপুর ও রামদেবপুরে ৫টি আশ্রয়ন কেন্দ্রে রয়েছে। এখানে ৫০০টি ঘরে ৫শ পরিবার বসবাসের কথা থাকলেও, গাদাগাদি করে বসাবাস করছে ১৪শ ভূমিহীন পরিবার। পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা না থাকায় পরিবেশ দূষিত হয়ে দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে, জরাজীর্ণ বসবাসের কারণে বর্ষাকালে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে বাসিন্দারা।তাই এখানে আশ্রায়ন কেন্দ্রটি বাড়ানোর দাবি এলাকাবাসীর।

শুধু তাই নয়, নির্মাণের পর থেকে গত ২৬ বছরেও মেরামত না করায় এসব ঘরের এখন জীর্ন দশা। বেশীরভাগ ঘর নড়বড়ে হয়ে ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে।

এদিকে, মাঝের চরে নতুন আরো দুটি আশ্রয়ন কেন্দ্র নির্মাণ এবং পুরনো ঘর মেরামতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
প্রকল্পের ঘরগুলো শিগগিরই মেরামত করে ঝুঁকিমুক্ত বসবাস নিশ্চিত করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি এখানকার বসবাসকারীদের।

ভয়েসটিভি/ভোলা প্রতিনিধি/সুফল/হ্যাপি/ডিএইচ

You may also like