Home অপরাধ যুদ্ধাপরাধের মামলার ২ আসামির জামিন

যুদ্ধাপরাধের মামলার ২ আসামির জামিন

by Newsroom
মানবতাবিরোধী

৭১-এর মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় ২ আসামিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামিন পাওয়া আসামিরা হলেন, নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখ এবং ঝিনাইদহ সদরের মৃত আ. হামিদ মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ মিয়া।

৯ নভেম্বর সোমবার ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

তিনি জানিয়েছেন, দাউদ শেখের ইউরোজিক্যাল এবং আব্দুর রশিদের হার্টের রোগ। এই অসুস্থতার গ্রাউন্ডে জামিন আবেদনের পর শর্ত দিয়ে পরিবার এবং আইনজীবীর জিম্মায় তাদের জামিন দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানিয়েছেন, ঢাকায় অবস্থান করা, পাসপোর্ট থাকলে জমা দেয়াসহ কয়েকটি শর্তে মেডিকেল গ্রাউন্ডে দাউদ শেখকে ২ ডিসেম্বর এবং আব্দুর রশিদকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন দেয়া হয়েছে। তারা গ্রামের বাড়িতেও যেতে পারবেন না।

২০১৭ সালের ২৭ জুলাই তদন্ত সংস্থা নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখসহ যশোর-নড়াইলের ১২ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে।

৪৩৪ পৃষ্ঠার প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ৫ অভিযোগ আনা হয়। অপরদিকে ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদরের মৃত আ.হামিদ মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা।

ভয়েস টিভি/টিআর

You may also like