Home জাতীয় ছাড়পত্র পেলেন ইউএনও ওয়াহিদা খানম

ছাড়পত্র পেলেন ইউএনও ওয়াহিদা খানম

by Newsroom
ইউএনও ওয়াহিদা

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা- ইউএনও ওয়াহিদা খানমকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তবে ছাড়পত্র দিয়ে ওয়াহিদা খানমকে থেরাপির জন্য মিরপুরের সিআরপি হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবেক ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহেদ হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার চিকিৎসকরা বলছেন, ওয়াহিদার ডান হাত ডান পায়ের শক্তি ফিরে এসেছে। যদিও শতভাগ শক্তি ফেরা সময় ও চিকিৎসাসাপেক্ষ। সেজন্য তাকে মিরপুরের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) পাঠানো হয়েছে। সেখানে তাকে ফিজিওথেরাপি দেয়া হবে। ফিজিওথেরাপিতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

২রা সেপ্টেম্বর রাতে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা ওমর আলীকেও জখম করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামীকেও বদলি

ওয়াহিদাকে প্রথমে রংপুরে এবং পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। তারপর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওয়াহিদা খানম।

ভয়েস টিভি/টিআর

You may also like