Home বিশ্ব ইউক্রেনের পক্ষে রুশ টপ মডেল নাতালিয়া

ইউক্রেনের পক্ষে রুশ টপ মডেল নাতালিয়া

by Amir Shohel

রাশিয়ার টপ মডেলদের শর্ট লিস্টে ওপরের দিকে থাকবে যে অভিনেত্রীর নাম। তিনি হচ্ছেন নাতালিয়া ভোদিয়ানোভা। ফ্যাশন আইকন হিসেবে কয়েক যুগ ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন নাতালিয়া। সম্প্রতি আবার আলোচনায় এসেছেন ৪০ বছর বয়সী এই রুশ মডেল।

ভলগা নদীর তীরে জন্ম আর বেড়ে ওঠা নাতালিয়া নিজে পাঁচ সন্তানের মা। নারীবাদী আর মানবতাবাদী হিসেবেও বিশ্বব্যাপী নামডাক আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ান হয়েও ইউক্রেনের প্রতি নিজের আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন তিনি। এই অনৈতিক ক্ষমতার যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে এই মডেল লেখেন, মা হিসেবে আমি ইউক্রেনের সমস্ত নিপীড়িত মায়ের সঙ্গে আছি, যারা সাম্প্রতিক হামলার শিকার। যে কোনো যুদ্ধে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। আপনারা জানবেন, আপনারা একা নন। আমার সমর্থন আপনাদের সঙ্গে। আমি একা হয়ত কিছুই করতে পারব না। কিন্তু এমন পরিস্থিতিতে আমাদের সম্মিলিতভাবে অনেক কিছু করার আছে।

এরপরই এই মডেল লিখেছেন, আমি বিভিন্ন সংগঠনের তালিকা করেছি, যারা ইউক্রেনের জন্য তহবিল গঠন করছে। এসব তহবিলে আমি অর্থ দেব। আপনারাও এগিয়ে আসুন। ইংরেজি আর রুশ দুই ভাষাতেই এই পোস্টটি দেন নাতালিয়া।

নাতালিয়ার জীবনের গল্প অনেককেই অনুপ্রাণিত করে। পরিবারের আর্থিক দুরাবস্থার কারণে ১১ বছর বয়স থেকেই তিনি সবজি বিক্রি করা শুরু করেন। দুবছর পর তাকে স্কুলও ছাড়তে হয়। ১৫ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। ১৭ বছর বয়সে প্যারিস চলে যান। তারপর ইউরোপ আর আমেরিকা দুই মহাদেশেই গড়েছেন সফল ক্যারিয়ার। ৭০ বার ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই করে নিয়েছেন। যদিও ফরাসি বা ইংরেজি কোনোটাই জানতেন না তিনি।

রাশিয়া বিয়ন্ড এর লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, কেবল আমি নই, এখানকার (রাশিয়ার) সাধারণ মানুষেরও এই যুদ্ধে কোনো সমর্থন নেই। সবাই হয়ত মুখ ফুটে বলছে না যে এটা অন্যায়। তাতে অন্যায় কোনোদিন ন্যায় হয়ে যায়নি, আর যাবেও না।

ইতোমধ্যে তিন হাজারেরও বেশি রাশিয়ান জনগণকে সেই দেশে আটক করা হয়েছে। কেননা, তারা নিজের দেশের যুদ্ধনীতির বিরুদ্ধে রাস্তায় মিছিল করেছে। তাদের ‘অপরাধ’ তাঁরা ইউক্রেনের মানুষের পক্ষে।

/এএস

You may also like