Home জাতীয় ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু

by shahin

ভয়েস রিপোর্ট: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । হাসপাতালের আগুনের ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে একাধিক সুত্রে জানাগেছে । এরা সবাই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী করোনা সন্দেহভাজন রুগী । অগ্নিকান্ডে আহত হয়েছে কয়েকজন । তাৎক্ষণিকভাবে হতাগতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী।

বুধবার (২৭ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম অগ্নিকান্ড ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন , ধারণা করা হচ্ছে  এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত । আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ইউনিটের জন্য কাজ চলা অংশ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমে জানান ‘আমরা পাঁচ জন নিহতের তথ্য পেয়েছি। শুনেছি তারা করোনায় আক্রান্ত ছিলেন।’

হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলোপমেন্ট ডা. সাগুফা আনোয়ার বলেন, ‘করোনা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের বহিরাঙ্গণে আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’ সবকিছূ মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের মূল ভবনের ভেতরে যায়নি।’

You may also like