Home ভিডিও সংবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ

by Newsroom
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের

ঠাকুরগাঁও : দিনদিন অনলাইন কেন্দ্রিক হয়ে উঠছে ঠাকুরগাওয়ের সব সরকারি বেসরকারি কার্যক্রম।‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’এর মাধ্যমে তৃণমুল পর্যায়ের মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে তথ্য সেবা। এতে বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আর বদলে যাচ্ছে গ্রামীণ জীবন যাত্রা।

জেলার ৫ উপজেলার ৫২ টি ইউনিয়নে রয়েছে ডিজিটাল সেন্টার। ২০১০ সালের ১১ নভেম্বর এ জেলার সব ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। শুরুতে ১৩ ধরনের সেবা দেয়া হলেও এখন সেই পরিধি আরো বেড়েছে। ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে সব ধরনের ডিজিটাল সেবা দেয়া হচ্ছে।

এরমধ্যে রয়েছে ভূমি সংক্রান্ত নথির নকলের আবেদন, নতুন-পুরনো বিদ্যুৎ বিল, সংযোগ বা বৈদ্যুতিক মিটারের আবেদন, মোবাইল ব্যাংকিং, কৃষি তথ্যসেবা, জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বা চাকরির আবেদন, ভিসা আবেদন ভিডিও কলসহ অনলাইন নির্ভর অন্যান্য কাজ।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের সাধারণ মানুষের মাঝে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে যাচ্ছে উদ্যোক্তারা। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিটি ইউনিয়নে একজন পুরুষ এবং একজন মহিলা উদ্যোক্তা সেন্টার পরিচালনা করেন। তবে ব্রডব্যান্ড সংযোগ থাকলেও গতি কম বললেন উদ্যোক্তারা।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ডিজিটাল সেন্টারে আরো জনবল নিয়োগ দেয়া হলে জনগণের কাছে আরো সেবা পৌছানো সম্ভব হবে। এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষকে সেবার জন্য কারো দ্বারে ঘুরতে হচ্ছে না। কারণ সেবাই পৌঁছে যাচ্ছে সবার দোরগোড়ায়।

ভয়েসটিভি/ঠাকুরগাঁও প্রতিনিধি/সাম্মা/দেলোয়ার

You may also like