Home জাতীয় সদরঘাটের ইজারা বাতিল, লাগবে না ঘাট ফি

সদরঘাটের ইজারা বাতিল, লাগবে না ঘাট ফি

by Shohag Ferdaus
সদরঘাটের

রাজধানীর সদরঘাট নৌ টার্মিনালের ইজারা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে কোনো ফি দিতে হবে না যাত্রীদের।

২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানায়।

বিআইডব্লিউটিএ জানায়, সদরঘাটের ইজারা বাতিল করা হয়েছে। যাত্রীর নিজের বহনযোগ্য কোনো মালামাল কুলিরা আর ধরতে পারবে না। এমনকি যাত্রীদের বহনযোগ্য কোনো মালামালের জন্য ফি বা শুল্ক দিতে হবে না।

সদরঘাটে যাত্রী হয়রানি রোধে হটলাইনও চালু করেছে বিআইডব্লিউটিএ। ০১৩০৪০০৪০০৩/৬ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। এছাড়া অভিযোগ করা যাবে ৯৯৯ নম্বর ডায়াল করে।

সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক সুপারভাইজার মো. কুরবান আলী বলেন, ‘আমি শুনেছি ইজারা বাতিল করা হয়েছে। তবে এখনও লিখিত নির্দেশনা পাইনি। আগামী ২৪ অক্টোবর বিষয়টি জানা যাবে’।

ভয়েস টিভি/এসএফ

You may also like