Home জাতীয় ইতালি প্রবাসীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

ইতালি প্রবাসীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

by Newsroom
পরিমাণ

সাভারের আমিনবাজারে ইতালি প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৪ এর অপারেশন অফিসার সাজেদুর রহমান সজল।

এর আগে শুক্রবার রাত ১২টার দিকে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোস্তাফিজ, বারেক সিকদার, নাসির। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।

র‌্যাব জানায়, গত ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে আমিনবাজার শাখার ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন ইতালি প্রবাসী আমানুল্লাহ। আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে টাকাগুলো ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ব্যাপারে মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব ৪ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like