Home জাতীয়  ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা

 ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা

by Mesbah Mukul

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। ‍আজ মঙ্গলবার ২৬ অক্টোবর দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এ সভা শুরু হয়। সভায় নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। নতুন বোর্ডের প্রথম সভায় কোম্পানিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, ইভ্যালির বর্তমান অবস্থা, দায়-দেনা, সম্পদের পরিমাণ, পরিচালনার প্রক্রিয়া, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় প্রাথমিক আলোচনা হবে।

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালনা করা যায়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে- এসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে। যেহেতু প্রতিষ্ঠানটি অনেক সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট; তাই কীভাবে এটি বাঁচানো যায় সেদিকে লক্ষ্য রাখা হবে সভায়। এটি বোর্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

এছাড়া কারাগারে থাকা প্রতিষ্ঠানটির সিইও রাসেলের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা যায় কি না, এতে কোনো আইনি বাধা আছে কি না, এসব বিষয়সহ সার্বিক বিষয়েও আলোচনা করবে বোর্ড।

আরো পড়ুন : ইভ্যালির রাসেল ফের রিমান্ডে, শামীমা কারাগারে

ভয়েসটিভি/এমএম

You may also like