Home জাতীয় ইলিশের অপেক্ষায় দাদারা; তিনদিনে পৌঁছেছে ১৯৮ মেট্রিকটন

ইলিশের অপেক্ষায় দাদারা; তিনদিনে পৌঁছেছে ১৯৮ মেট্রিকটন

by Newsroom
ইলিশের অপেক্ষায়

পদ্মার ইলিশের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে ওপারের বাঙালী দাদারা। পদ্মার ইলিশ পাতে না পরলে রসনাতৃপ্তি যেন অধরাই থেকে যায়। আর ইলিশ প্রিয় ভোজনরসিক দাদাদেরতো কথাই নেই। তাইতো ভাদ্রের শেষ লগ্নে শারদোৎসবের আগে পদ্মার রুপালী ইলিশ পৌঁছে দেয়া হচ্ছে পশ্চিম বাংলায়।

বেনাপোল কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, আসন্ন পূজা উপলক্ষে বাংলাদেশের দেয়া প্রতিশ্রুত ১ হাজার ৪৭৫ মেট্রিকটন ইলিশের মধ্যে গত তিনদিনে (১৪ সেপ্টেম্বর-১৬ সেপ্টেম্বর) ১৯৭ দশমিক ৯ মেট্রিকটন ইলিশ পৌঁছে গেছে ভারতে। এর মধ্যে ১৪ সেপ্টেম্বর- ৪১ দশমিক ৩ মেট্রিকটন, ১৫ সেপ্টেম্বর- ৬৩ মেট্রিকটন, ১৬ সেপ্টেম্বর- ৯৩ দশমিক ৬ মেট্রিকটন ইলিশ ভারতে রফতানি হয়।

“ শুল্কমুক্ত সুবিধায় প্রতিকেজি ইলিশের রফতানি দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার অর্থাৎ ৮শ টাকা। এই দরে রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ ছিল এক কেজি থেকে ১২’শ গ্রাম ওজনের।”

যার ফলে এবার দুর্গা পুজোয় ওপার বাংলার দাদাদের ঘরে ঘরে জমে উঠবে পদ্মার ইলিশের জমজমাট নানা পদের রান্না। তবে এপার বাংলার মানুষ নিজেদের তরকারিতে ভারতের পেঁয়াজের স্বাদ নিতে পারছেন না।

হঠাৎ করে বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে পেঁয়াজ রফতানি। অথচ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেইদিনও (১৪ সেপ্টেম্বর) দাদাদের জন্য পদ্মার ইলিশ পাঠাতে কৃপণতা করেনি এদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ রফতানি করা হবে। ভারতে এই ইলিশ পেট্রাপোল সীমান্ত হয়ে চলে যাবে শিয়ালদহ, হাওড়া, পাতিপুকুর বাজারসহ রাজ্যের বিভিন্ন জেলার বাজারগুলোতে। ভারতের পাইকারি বাজারে যেগুলোর দাম হবে প্রতিকেজি ৭০০ থেকে ১২০০ টাকা।

ভাদ্রের শেষ লগ্নে শারদোৎসব ঘিরে ভারতে ইলিশ রফতানির আগে বাংলাদেশে প্রকারভেদে ৫‘শ থেকে ৭‘শ টাকা কেজিতে ইলিশ পাওয়া গেলেও এখন সেটা ৭‘শ থেকে ৯‘শ টাকায় বিক্রি হচ্ছে।

এ নিয়ে জনসাধারনের মনে হাজারো প্রশ্ন। অনেকে বলছেন- ভারত পেঁয়াজ রফতানি বন্ধের সাথে সাথে বাংলাদেশ যদি ইলিশ রফতানি বন্ধ করে দিত, তাহলে কিছুটা হলেও পেঁয়াজ রফতানির সমস্যাটা থাকতো না।

আরও পড়ুন: ভারতকে এবার তিন গুণ ইলিশ দেবে বাংলাদেশ

২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দিয়েছিল উৎপাদন কমে যাওয়ার কারণে। এরপর কেটে গেছে দীর্ঘ সাত বছর পর ২০১৯ সালে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে ৫০০ টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ সরকার।

এবছর ‘২০২০ সালে’ ফের বেনাপাল-পেট্রাপোল সীমান্ত হয়ে পশ্চিম বাংলায় যাচ্ছে বাঙালির পছন্দের পদ্মার ইলিশ।

ভয়েস টিভি/টিআর

You may also like