Home জাতীয় ইলিশ ধরতে মধ্যরাত থেকে নামছেন জেলেরা

ইলিশ ধরতে মধ্যরাত থেকে নামছেন জেলেরা

by Shohag Ferdaus
ইলিশ

আজ রাত ১২টায় শেষ হচ্ছে ইলিশ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। মধ্যরাত থেকেই জেলেরা জাল-নৌকা নিয়ে ইলিশ ধরায় ব্যস্ত হয়ে উঠবেন। ফলে ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকেই বাজারে মিলবে ইলিশ।

মা ইলিশ সংরক্ষণে প্রধান প্রজনন মৌসুম হিসেবে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ধরা, বিক্রি, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। ১৯৫০ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ আইন (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস অ্যাক্ট, ১৯৫০) অনুযায়ী প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমের একটি নির্দিষ্ট সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণবিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড পেতে হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

নিষেধাজ্ঞা অমান্য করায় এ বছর অনেক জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে অবৈধ জাল।

আরও পড়ুন: ক্রিকেট প্রেমীদের কাছে গেইলের বিশেষ আর্জি

ভয়েস টিভি/এসএফ

You may also like