Home জাতীয় ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ আজ

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ আজ

by Mesbah Mukul

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হচ্ছে। সোমবার থেকে এই এই সংলাপ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রথম দল হিসেবে সংলাপে বসতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বিকেল ৪টায় বঙ্গভবনে সংলাপ শুরু হবে।

জয়নাল আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও জানান, এ লক্ষে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে বলে বঙ্গভবন থেকে ইঙ্গিত মিলেছে। আগামীকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দলের- জাসদ’র (ইনু) সঙ্গে বৈঠক হবে। মাঝামাঝি পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রাষ্ট্রপতি আমাদের মতবিনিময়ের জন্য ডেকেছেন, তারা যাবেন। সেখানে যা আলোচনা হয়, তার ওপর ভিত্তি করে জবাব দেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে তাদের কাছে কোনো নাম চাওয়া হয়নি। শুধু মতবিনিময় করার জন্য ডাকা হয়েছে। ফলে, কোনো নাম প্রস্তাবের বিষয় আসছে না।

নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।

ভয়েসটিভি/এমএম

You may also like