Home জাতীয় ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

by Amir Shohel
হাসিনা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঈদের আগে টিকা দেয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী।

৪ মে মঙ্গলবার ঈদের আগেই চীনা টিকা পাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ড. মোমেন জানান, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এই ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে।

তিনি জানান, টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে।

এর আগে ৩ মে সোমবার চীন থেকে আগামী ১০ মের মধ্যে পাঁচ লাখ করোনার টিকা আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনার টিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে।

ভয়েসটিভি/এএস

You may also like