Home জাতীয় ঈদে নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা

ঈদে নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা

by Amir Shohel

ঢাকা : এবার ঈদে নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা। কারণ জাতীয় পরিচয়পত্র ও অনলাইন টিকিটের ফটোকপি দেখিয়ে প্লাটফর্মে সামাজিক দুরত্ব মেনে ঢুকতে হচ্ছে তাদের। এরপর মূল টিকিট কিনতে হচ্ছে তাদের।

৩০ জুলাই বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ চিত্র দেখা গেছে।

দেখা গেছে, যারা নির্ধারিত সময়ের আগে আসছেন তাদের বাইরে অপেক্ষা করতে হচ্ছে। ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে যাত্রীদের ভেতরে যেতে দিচ্ছে রেল পুলিশ।

এদিকে অনেকে অনলাইনে টিকিট পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন। এবার বিশেষ কোন ট্রেন ছাড়া হয়নি ঈদকে ঘিরে। প্রতিটি ট্রেনের যাত্রীধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ।

ভয়েসটিভি/সাদেক/এএস

You may also like