Home জাতীয় বাংলাদেশে ধর্ষণের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশে ধর্ষণের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

by Newsroom

বাংলাদেশে নারীদের বিরুদ্ধে ধর্ষণ-নির্যাতনসহ ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এসব সহিংসতা গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন। ৭ অক্টোবর বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করে জাতিসংঘ।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো নিজের টুইটার একাউন্টে বিবৃতিটি প্রকাশ করেছেন। তিনি বলেন, নোয়াখালীর গৃহবধূকে ধর্ষণ, নির্যাতন ও তার ভিডিও প্রকাশের ঘটনা সামাজিকভাবে নারীর প্রতি বিদ্বেষকে ফুটিয়ে তুলেছে। প্রমাণিত হয়েছে, এটি কোনো নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়।

বিচারের দাবিতে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে মিয়া সেপ্পো বলেন, জাতিসংঘ ন্যায়বিচারের দাবিতে সাধারণ জনগণ এবং সুশীল সমাজের পাশে দাঁড়াচ্ছে। বাংলাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ নারীর প্রতি সহিসংতার মামলাগুলোর দ্রুত বিচারে আইন সংস্কারের আহ্বান জানিয়েছে। সিলেট ও নোয়াখালীতে দুই নারীকে ধর্ষণের প্রতিবাদে দেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ।

তিনি বলেন, জাতিসংঘ অংশীদারদের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেন্ডার বৈষম্য ও পুরুষতান্ত্রিক সামাজিক নীতিগুলো চিহ্নিত করে নিয়মতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে। আমরা এমন একটি সমাজ গঠনে কাজ করছি যেখানে নারীরা নিরাপদ বোধ করবে এবং উন্নয়নের দিকে যাবে।

বৈশ্বিক পরিসংখ্যান উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য অপরাধের চেয়ে নারীর প্রতি  সহিংসতা সবচেয়ে বেশি বিস্তৃত। কিন্তু অপরাধীরা সবচেয়ে কম সাজাপ্রাপ্ত। এর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like