Home জাতীয় ঊর্ধ্বতন ছয় পুলিশ কর্মকর্তার রদবদল

ঊর্ধ্বতন ছয় পুলিশ কর্মকর্তার রদবদল

by Newsroom
ঊর্ধ্বতন ছয় পুলিশ

খুলনা ও গাজীপুর পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ঊর্ধ্বতন যে ছয় পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে এদের মধ্যে অন্যতম কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। তাকে বদলি করে কক্সবাজার থেকে রাজশাহী জেলার এসপি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন:  কক্সবাজারের আলোচিত এসপিকে বদলি

রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। আর ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে কক্সাবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম।

অন্যদিকে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার ও পুলিশের বিশেষ শাখা-এসবির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার।

ভয়েস টিভি/টিআর

You may also like